সোমবার ০৭ জুলাই ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২৪ জুন ২০২৫ ১৬ : ৪১Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
ভারতের তেলের ৮০ শতাংশেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে ইরান থেকে। দেশের পরমাণু কেন্দ্রে আমেরিকার বোমা হামলার পর পারস্য উপসাগরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। এই পদক্ষেপে বিশ্বজুড়ে তেল সরবরাহ প্রভাবিত হতে পারে। যার ফলে তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। ভূরাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে সেই দাম ১৫০ ডলার ছুঁতে পারে কিংবা তার বেশিও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ব্যারেল প্রতি তেলের দাম ১০ ডলার বৃদ্ধি পেলে পেট্রলের দাম সাত টাকা বৃদ্ধি পেতে পারে। ইজরায়েল-ইরান সংঘাত তীব্রতর হচ্ছে, আমেরিকা যুদ্ধক্ষেত্রে পা রেখেছে, এর অর্থ ভারতীয় অর্থনীতির খারাপ সময় আসতে চলেছে।
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইজরায়েলের সংঘাতের ইতিহাস বহু পুরনো। প্যালেস্তাইন যেভাবে একটানা ইজরায়েলের হামলার পরেও মাথা তুলে রয়েছে তার নেপথ্যে রয়েছে ইরান। প্যালেস্তাইনের অংশ থেকেই ইজরায়েলের জন্ম, কিন্তু প্যালেস্তিনিয়রা সেটি কখনওই মেনে নেয়নি। এখন ইজরায়েল প্যালেস্তাইনের আরও অংশ দখল করতে চায় এবং আমেরিকা প্রকাশ্যে ইজরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই ছিলেন, গাজা দখল করে সেটিকে পর্যটনস্থলে পরিণত করবেন।
ট্রাম্প সবসময় বিশ্বের নানা দেশের সম্পদের দিকে নজর দিয়ে আসছেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতের সময় জেলেনস্কিকে বলেছিলেন যে তিনি ইউক্রেনকে সমর্থন করবেন যদি আমেরিকাকে ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয়। তেলের ভাণ্ডারের জন্য মধ্যপ্রাচ্য সবসময় আমেরিকার নিশানায় রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু তারপরেও তেলের ভাণ্ডারের সম্পূর্ণ দখল নিতে পারেনি। 'গণবিধ্বংসী অস্ত্র' (WMD)-এর মিথ তৈরি করে ইরাককে সম্পূর্ণ রূপে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানের পালা। ধরণ প্রায় একই রকম- এ বার অজুহাত হল পারমাণবিক বোমা। যা ইরান ইজরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত করেছে বলে মনে করা হচ্ছে।
ইজরায়েলকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা এবং ইরানের জমির মাধ্যমে মধ্য এশিয়ায় পা ফেলতে চাইছে। যেখানে এতদিন আমেরিকার কোনও অস্তিত্বই ছিল না। সাধারণ মানুষের জীবনের বিনিময়ে শক্তির খেলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আমেরিকা বোমা হামলার পর তিনি ইরানের সঙ্গে কথা বলেছিলেন। যদিও কী নিয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়ে কিছু জানাননি। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের স্বার্থ নিয়ে আলোচনা হতে পারে। ইরান-ইজরায়েল সংঘাতের ফলে দুই দেশের সঙ্গেই সখ্যতা বজায় রেখে চলতে হচ্ছে ভারতকে। তেলের জন্য ইরানের উপর ভারতের নির্ভরশীলতা সকলেরই জানা। যদিও পূর্ববর্তী মধ্যপ্রাচ্য সঙ্কটের সময় ভারত বিকল্প পথ খুঁজে বার করে রাশিয়া থেকে তেল সংগ্রহের চেষ্টা করেছিল। ইজরায়েল এখন ভারতের প্রতিরক্ষা অংশীদার এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অত্যন্ত প্রয়োজনীয় ড্রোন সরবরাহ করেছিল। যদিও ঐতিহাসিকভাবে, ভারত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নত করতেও কঠোর চেষ্টা করে চলেছে। ভারত রাশিয়ার সঙ্গে একতরফা প্রতিরক্ষা চুক্তি থেকে বেরিয়ে আসছে এবং আমেরিকার থেকেও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চাইছে। যার নিয়ে রাশিয়া মোটেও খুশি নয়।
বিশ্ব রাজনীতিতে বিশ্বাস নামক বস্তুটি প্রশ্নের মুখে পড়েছে। যদিও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ভূমিকার প্রংশসাই এখনও পর্যন্ত করেছেন সকলে। শেষ দু’টি যুদ্ধে (প্যালেস্তাইন-ইজরায়েল এবং ইউক্রেন-রাশিয়া) ভারতের তার সমর্থন নিয়ে স্পষ্ট কোনও অবস্থান জানায়নি। কিন্তু ইরান-ইজরায়েল সংঘাতে নীরবতা ভারতের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। ভারতের অবস্থান নেওয়া দরকার। কেবল তেল নয়- মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে পাঠানো রেমিট্যান্স, যা ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে ভারতের প্রশংসনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভকে অনেক স্থিতিশীল করে তুলেছে। ইরান-ইজরায়েল সংঘাতের পরিস্থিতির আরও অবনতি হলে এই স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ভারত ইরান থেকে প্রায় চার হাজার প্রবাসীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ভারত মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তান এবং চীনের নতুন সিল্ক রুট এড়িয়ে একটি বিকল্প রুট (যা ইরানের চাবাহার বন্দরের মধ্যে দিয়ে গিয়েছে) তৈরি করছে। ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতিতে এই প্রচেষ্টাগুলি ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এবার ভারতকে অবস্থান নিতে হবে এবং স্পষ্টভাবে তাদের অবস্থান জানানো গুরুত্বপূর্ণ। যা সহজ কাজ নয়।


বিড়ালকে কোটি টাকার সম্পত্তি দান বৃদ্ধের! তুমুল হইচই নেট পাড়ায়

আসছে ‘পরী মণি’, রজতাভ-তনুশ্রীর এই ছবি এবার স্নেহ নয়, বয়ে আনবে গা-ছমছমে ভয়

আদিবাসীদের ধর্ম পরিচয়ে হস্তক্ষেপের আশঙ্কা, ২০২৭-এর জনগণনা নিয়ে উদ্বেগ

'শরীরে ডাইনি ভর করেছে', অর্ধনগ্ন অবস্থায় গৃহবধূকে চরম অত্যাচার, ঘটনা ঘিরে চাঞ্চল্য


ভারতের বৈষম্য নিয়ে ভুল তথ্য! বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনের অপব্যাখ্যায় বিভ্রান্ত সংবাদমাধ্যম

একেই বলে ফিরে আসা, হেডিংলির বদলা এজবাস্টনে, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল গিলের ভারত

প্রতিদিন রাত ৯টা থেকে ৯.৩০টা পর্যন্ত মোবাইল বন্ধ রাখার ডাক দিল সিপিএম! কারণ জানলে অবাক হবেন

মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন সংগঠন, নিয়ন্ত্রিত আলুর দাম, বন্ধ হবে কালোবাজারি

বিনামূল্যে পাঁচ সুবিধা, রেলের টিকিট কাটলেই পাবেন যাত্রীরা

‘ডন’ হচ্ছেন রণবীর-ই, সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়াও? রুদ্ধশ্বাস সব চমক নিয়ে ‘ডন ৩’র প্রস্তুতিতে ফারহান!

চুঁচুড়া প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে হল পথ কুকুর বিড়ালদের জলাতঙ্কের টিকাকরণ

মাত্র আট বছর বয়সেই কোন বিপদ নেমে আসবে 'খনা'র জীবনে? কীভাবে পাল্টে যাবে একরত্তি রাজকন্যার ভাগ্য?

গাড়ি শিখতে গিয়ে সোজা পুকুরে! কপাল জোরে প্রাণে বাঁচলেন দম্পতি

স্মৃতি ইরানির চেহারা নিয়ে ‘অশালীন’, ‘কুৎসিত’ মন্তব্য রাম কাপুরের! শোনামাত্রই ‘অসভ্য’ অভিনেতাকে কী বলছে নেটপাড়া?

একের পর এক খুন-ডাকাতি! ২৪ বছর পর পুলিশের কবলে, গা ঢাকা দিয়েও রেহাই পেলনা কুখ্যাত সিরিয়াল কিলার

যাদের 'ওটা' যত বেশি, তারা ততই মদ্যপান প্রবণ! চমকে দিল নতুন গবেষণা

মহরমের শোকযাত্রায় উপচে পড়া ভিড়, ফুটে উঠল অনন্য সম্প্রীতির ছবি

ভয়ংকর! "স্বামীর বীর্যে বিষ আছে...আমার সঙ্গে সঙ্গম করলেই সারবে রোগ", বলেই তরুণীর ওপর বাঁদরের মতো লাফ পাদ্রীর!

এক রিলেই ছয় লক্ষ! অপূর্বার মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৪১ কোটি, কীভাবে এত টাকা ঘরে আসে 'রেবেল কিড'-এর?

‘স্পিরিট’-এ পুলিশের উর্দি গায়ে চাপানোর পর এবার সেনার উর্দিতে প্রভাস? কোন জনপ্রিয় পরিচালকের ছবিতে আগ্রহী ‘বাহুবলী’?

জিন্স-স্কার্ট নিষিদ্ধ! মধ্যপ্রদেশের ৪০টি মন্দিরে মহিলাদের পোশাক নিয়ে পোস্টার, তুঙ্গে বিতর্ক

লটারিতে ১০০ কোটি জিতবেন গ্যারান্টি! কোটি টাকা জেতার গোপন ফর্মুলা ফাঁস!

২৬ বছরের যুবকের সঙ্গে উদ্দাম যৌন মিলনে মাতলেন বছর ৪৯-এর এই জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রী! তারপর যা হল…

কমছে দিনের আয়তন, কী ঘটবে জুলাই-অগাস্টের এইসব তারিখে?